একই একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড!
চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি টিম সাউদি। তার জায়গায় সুযোগ পাওয়া ম্যাট হেনরি দারুণ বোলিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। তাই একাদশে পরিবর্তন আনছে না নিউ জিল্যান্ড। বাংলাদেশ ম্যাচের আগের দিন কিপার টম ল্যাথাম জানিয়ে দিলেন, একই একাদশ নিয়ে নামবেন তারা। লন্ডনের দা ওভালে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এর আগের দিন সংবাদ সম্মেলনে ল্যাথামের কাছে জানতে চাওয়া হয়েছিল, ১৩ জনের দল ঠিক হয়েছে কী … পড়তে থাকুন একই একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড!
